মানুষের বদলে কাজ হচ্ছে এস্কেভেটরে

অতিদরিদ্রদের কর্মসংস্থানের কর্মসূচি

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ১১ জুন, ২০২২ at ৬:৩৫ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলায় অতিদরিদ্রদের কর্মসংস্থানের জন্য ৩০ দিনের কর্মসূচিতে কাজের জন্য স্থানীয় মানুষের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র ও এক কপি করে ছবি নেওয়া হলেও কাজ করানো হচ্ছে এস্কেভেটর (খননযন্ত্র) দিয়ে। এতে কাজের মানও ভালো হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। খননযন্ত্রে পাহাড়ের কিনারা কেটে যেনতেন ভাবে সড়ক সংস্কারের কাজ করা হচ্ছে বলে অভিযোগ তাদের। সংশ্লিষ্ট দপ্তরে কথা বলে জানা গেছে, উপজেলার কোদালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এস এম চৌধুরী সড়কের মাছুপ্যাঘোনা মসজিদ থেকে পশ্চিম দিকে রাস্তা সংস্কারে অতিদরিদ্রদের কর্মসংস্থানের জন্য ৩০ দিনের কর্মসূচি গ্রহণ করা হয়। এ জন্য প্রকল্প বাস্তবায়ন

কমিটিতে সভাপতির দায়িত্ব দেয়া হয় স্থানীয় ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কোব্বাত আলীকে। ৯ লাখ ৪৪ হাজার টাকা বরাদ্দে ৫৯ জন পুরুষ ও নারী শ্রমিক এই প্রকল্পে কাজ করার কথা রয়েছে। গত সোমবার বিকেলের দিকে ওই এলাকায় গিয়ে দেখা যায়, মাত্র তিনজন ব্যক্তি এস্কেভেটর দিয়ে পাহাড়ি কিনারা কাটা মাটি রাস্তায় ফেলে লেভেল করে দিচ্ছেন। জানতে চাইলে খননযন্ত্রের তত্ত্বাবধায়ক আমির হোসেন স্থানীয় ইউপি সদস্যের সাথে কথা বলতে বলেন। পরে মুঠোফোনে স্থানীয় ইউপি সদস্য কোব্বাত আলীর সাথে কথা বলতে চাইলে তিনি রাজি হননি। এলাকা থেকে বের হলে দেখা হয় কোব্বাত আলীর সাথে। তিনি নিজেকে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পরিচয় দিয়ে মানুষের বদলে এস্কেভেটর দিয়ে মাটির কাটার বিষয় স্বীকার করে বলেন, ‘পাহাড়ি পথ তাই এস্কেভেটর দিয়ে কাজ চালাতে হচ্ছে। পরে শ্রমিক দিয়ে করবো।’ এদিকে রাস্তা সংস্কারের জন্য কর্মী হিসেবে দেখানো একই এলাকার মো. আবদুল কাদের, মো. হোসেন ও আবদুল গফুর জানান, তাদের কাছ থেকে জাতীয় পরিচয় পত্র ও এক কপি করে ছবি নেওয়া হলেও ৩০ দিনের কর্মসূচি সম্পর্কে তাদের কিছু জানা নেই।

স্থানীয়দের দাবি, সরকার অতিদরিদ্রদের কর্মসংস্থানের জন্য প্রকল্প হাতে নিয়েছে। অথচ সেখানে মেশিন দিয়ে কাজ সারানো হচ্ছে। এতে বঞ্চিত হচ্ছে দরিদ্র জনগোষ্ঠি।

জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল কান্তি চাকমা জানান, প্রকল্পের কাজ এস্কেভেটর নাকি শ্রমিক দিয়ে করানো হচ্ছে সে বিষয়ে তিনি কিছু জানেন না। এলাকায় গিয়ে বিষয়টি তিনি দেখবেন বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধব্যবসায়ীর মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধটিপু হত্যার অন্যতম পরিকল্পনাকারী মুসা ৬ দিনের রিমান্ডে