বান্দরবানে জেএসএস-মগ বাহিনী গোলাগুলি, অপহৃত ২

বান্দরবান প্রতিনিধি | শুক্রবার , ১০ জুন, ২০২২ at ৯:০৮ অপরাহ্ণ

আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে বান্দরবানের রাজবিলায় পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ জনসংহতি সমিতি (জেএসএস) এবং মগ লিবারেশন পার্টি (এমএলপি)-এর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেএসএস-এর ৩ সদস্য আহত হয়েছে। মগ বাহিনী ধরে নিয়ে গেছে জেএসএস-এর ২ কর্মীকে।

আজ শুক্রবার(১০ জুন) বিকালে এ ঘটনা ঘটে।

আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের ডাকবাংলো এলাকায় পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ জনসংহতি সমিতি (জেএসএস) মূল দলের সাথে মগ লিবারেশন পার্টি (এমএলপি) বাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে।

বন্দুকযুদ্ধে জেএসএস-এর ৩ সদস্য আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এসময় মগ বাহিনীর সদস্যরা জনসংহতি সমিতি (জেএসএস) মূল দলের ২ জন কর্মীকে ধরে নিয়ে গেছে। তারা হলেন খোকন তঞ্চঙ্গ্যা এবং জীবন তঞ্চঙ্গ্যা।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ঘটনাস্থলসহ আশপাশের এলাকাগুলোতে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বলেন, “গোলাগুলির খবর পেয়েছি। তবে হতাহত এবং অপহরণের বিষয়ে কেউই অভিযোগ করেনি। তারপরও বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।”

পূর্ববর্তী নিবন্ধমহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন
পরবর্তী নিবন্ধকক্সবাজারে টমটম চালক খুন