এক শহরের যুদ্ধেই দনবাসের ভাগ্য নির্ধারিত হবে: জেলেনস্কি

| শুক্রবার , ১০ জুন, ২০২২ at ৮:০০ পূর্বাহ্ণ

ইউক্রেনের সিয়েভিয়ারোদোনেৎস্ক শহরে রুশ ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে চলা যুদ্ধকে ‘নির্মম’ অভিহিত করে এখান থেকেই দনবাসের ভাগ্য নির্ধারিত হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ২০১৪ সালে দনবাসের রাশিয়াপন্থি বিচ্ছিন্নতাবাদীরা পক্ষত্যাগ করে ইউক্রেনের সরকারি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করার আগ পর্যন্ত দনবাসের এক তৃতীয়াংশ বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে ছিল। ইউক্রেনের রাজধানী কিয়েভের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হওয়ার পর রাশিয়া এখন তাদের ভাষায় পুরো দনবাস ‘মুক্ত’ করার লক্ষ্য নিয়েছে। খবর বিডিনিউজের।

এখন সিয়েভিয়ারোদোনেৎস্ক ও সংলগ্ন একটি ছোট শহরের দখল নিতে পারলে দনবাসের লুহানস্ক প্রদেশ পুরোপুরি রাশিয়াপন্থি বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে চলে যাবে। বুধবার এক ভিডিও বিবৃতিতে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, এটি খুব নির্মম একটি লড়াই, খুব কঠিন, সম্ভবত এ যুদ্ধের সবচেয়ে কঠিনতম। দনবাসের লড়াইয়ের কেন্দ্র হয়ে উঠেছে সিয়েভিয়ারোদোনেৎস্ক।

মূলত এখানেই এখন আমাদের দনবাসের ভাগ্য নির্ধারিত হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সিয়েভিয়ারোদোনেৎস্কে লড়াইরত ইউক্রেনীয় যোদ্ধারা বুধবার পিছু হটে শহরটির প্রান্তে চলে যায়, কিন্তু তারপরও যতক্ষণ সম্ভব লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছে তারা।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে ভ্যান খাদে পড়ে নিহত ২২
পরবর্তী নিবন্ধসেই নূপুর, নভিনের বিরুদ্ধে মামলা