দিন তারিখ গুনে বলতে পারবো না। তবে ৭ বছরেরও বেশি সময় পরে মাইক্রোফোনের সামনে নতুন গান রেকর্ডের জন্য দাঁড়ালাম। কী যে ভাল লাগছে! সম্পুর্ণ ক্রেডিট তানভীর ভাইয়ের। আসলে এর ভেতরে অনেকেই বলেছেন, ‘কানিজ তোমার জন্য গান করছি। নতুন প্রজেক্ট করছি। কিন্তু কারো গানই আর হয়ে ওঠেনি। অবশেষে শুরু হলো দারুণ একটা গান দিয়ে।
এখন নিয়মিত গান করতে চাই।’-ধানমন্ডি ঝিগাতলার কোলাহল স্টুডিওতে গান রেকর্ডিং শেষে এভাবেই নিজের আনন্দকে ব্যাখ্যা করলেন দেশের প্রখ্যাত পপ তারকা কানিজ সুবর্ণা। উল্লেখ্য, রকলিজেন্ড আইয়ুব বাচ্চুর হাত ধরেই কানিজের ইন্ডাস্ট্রিতে আগমন। এবি’র সুর-সংগীতে ‘ভালবাসা মানে’ অ্যালবাম দিয়ে গানের বাণিজ্যিক ধারায় যাত্রা শুরু এই শিল্পীর। এরপর একে একে দারুণ সব অ্যালবামে গান উপহার দিয়েছেন। একান্ত ব্যক্তিগত কারণেই দীর্ঘদিন কোনো গান রিলিজ হয়নি শিল্পীর। অবশেষে ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে তানভীর তারেকের কথা সুর ও সংগীতে আসছে কানিজের নতুন গান ‘মায়া’।
গানটি প্রসঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সংগীত পরিচালক তানভীর তারেক বলেন, সপ্তাহ দুয়েক আগে কানিজকে আমার রাতাড্ডা শোতে আমন্ত্রণ জানাই। আড্ডার ফাঁকেই আমি বলি, আপনার জন্য গান করবো। কানিজ তখন বলেন, আপনারা শুধু বলবেনই। আর করবেন না। অনেকেই বলে এমন। কানিজ তখন একটি সিনেমায় অভিনয় করেছে। আমিও বললাম আপনার জায়গা অভিনয় না সংগীতে। এরপর ধ্রুব মিউজিক স্টেশনে কথা বলে কাজ শুরু করি। গানের কথাগুলো কানিজের ফেরার গল্প-ই।