চুয়েট ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সাথে আমেরিকান কনক্রিট ইন্সটিটিউট (এসিআই), চুয়েট স্টুডেন্ট চ্যাপ্টারের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। গতকাল বৃহস্পতিবার ভাইস চ্যান্সেলর কার্যালয়ে সাক্ষাৎকালে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম।
এ সময় এসিআই, চুয়েট স্টুডেন্ট চ্যাপ্টারের উপস্থিত প্রতিনিধিবৃন্দ যুক্তরাষ্ট্র হতে প্রাপ্ত ‘এসিআই এক্সিলেন্ট ইউনিভার্সিটি’ অ্যাওয়ার্ড অর্জনের স্মারক ব্যানার ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের হাতে তুলে দেন। চুয়েট ভিসি এসিআই স্টুডেন্ট চ্যাপ্টারের সাথে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল প্রতিযোগিতার মাধ্যমে বিশ্বে চুয়েটের সুনাম সমুজ্জ্বল করার আহবান জানান।
উল্লেখ্য, সম্প্রতি আমেরিকান কনক্রিট ইন্সটিটিউট কর্তৃক ‘এঙিলেন্ট ইউনিভার্সিটি’ হিসেবে স্বীকৃতি পেয়েছে চুয়েট এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার। বছরজুড়ে শিক্ষার্থীদের বিভিন্ন সৃজনশীল কার্যক্রম, আন্তর্জাতিক প্রতিযোগিতায় সফলতা, এসিআই কর্তৃক আয়োজিত বিভিন্ন স্টুডেন্ট কম্পিটিশনে চুয়েটের ধারাবাহিক সাফল্য, চ্যাপ্টার কর্তৃক আয়োজিত বিভিন্ন ওয়েবিনার, দাতব্য কার্যক্রম পরিচালনা ইত্যাদির স্বীকৃতি হিসেবে এই পুরস্কার অর্জন করে। এ বিষয়ে এসিআই চুয়েট স্টুডেন্ট চ্যাপ্টারের অনুষদ উপদেষ্টা অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম বলেন,করোনাকালীন সময়ে প্রায় সকল কার্যক্রম অনলাইনভিত্তিক হওয়ায় আমাদের অনেকগুলো শিক্ষামূলক ইভেন্ট হয়েছে। প্রতিটি অনুষ্ঠানে দেশি/বিদেশি উপস্থাপনার সাথে ১০০-২০০ অংশগ্রহণকারীর উপস্থিতি সেমিনারগুলোর যথাযোগ্যতা নির্দেশ করে। তিনটি স্টুডেন্ট কম্পিটিশনে যথাক্রমে তৃতীয় স্থান, সবগুলো এবং প্রথম পুরস্কার পাওয়ায় এ চ্যাপ্টারটি বিশ্বে অনন্য স্থান অর্জন করে। আশা করি এর ধারাবাহিকতা আগামিতে বজায় থাকবে।”