ঢাকা টু ময়মনসিংহ ‘চলতি পথে’ পুরো শুটিং

| বৃহস্পতিবার , ৯ জুন, ২০২২ at ১১:০৫ পূর্বাহ্ণ

একটি জার্নিতে ঘটে যাওয়া নানা ঘটনা পর্দায় তুলে ধরছেন নির্মাতা সঞ্জয় সমাদ্দার। ঢাকা থেকে ময়মনসিংহ যাত্রাপথে পুরো একটি নাটকের শুটিং সম্পন্ন করেছেন তিনি। ‘চলতি পথে’ নামের নাটকটিতে তৌসিফ মাহবুবের বিপরীতে অভিনয় করেছেন তানজিন তিশা। এর চিত্রনাট্য করেছেন সৌরভ চন্দ দে। খবর বাংলানিউজের।

সমপ্রতি ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে শুরু হয়ে ময়মনসিংহেও হয় নাটকটির শুটিং। সেখানকার বাস স্ট্যান্ডে কিছু কাজ করে আবার একইভাবে ঢাকায় ফিরেছেন ইউনিট।

এ প্রসঙ্গে নির্মাতা সঞ্জয় সমাদ্দার বলেন, বড় ইউনিট নিয়ে বাসে রাস্তায় রাস্তায় শুটিং করা কষ্ট সাধ্য। আবার কষ্ট করলে ভালো কিছু হয়। সে কারণেই চ্যালেঞ্জটি নিয়েছি। আসন্ন ঈদুল আজহায় ‘চলতি পথে’ বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের প্রচার হবে।

পূর্ববর্তী নিবন্ধএকসঙ্গে তিন তারকার ছবি ভাইরাল!
পরবর্তী নিবন্ধদেশীয় প্ল্যাটফর্মে বাংলা ভাষায় ধানুশের সিনেমা