সাউথইস্ট ব্যাংক পাহাড়তলী শাখার ১৪২ কোটি ৮৭ লাখ ৩২ হাজার ২১৮ টাকা ঋণ খেলাপির অভিযোগে করা একটি জারি মামলায় রুবাইয়া ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হারুন অর রশিদ, চেয়ারম্যান আনজুমান আরা বেগম ও পরিচালক হাসনাইন হারুনকে ৫ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
এছাড়া দেওয়ানী আটকাদেশ কার্যকর করার জন্য অর্থঋণ আইনের ৩৫ ধারা অনুযায়ী আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। ব্যাংকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আলী আজগর চৌধুরী ও আমান আকবর চৌধুরী।
আলী আজগর চৌধুরী আজাদীকে বলেন, আমার মক্কেল ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে আদালত আসামিদের এ কারাদণ্ড দিয়েছেন। তিনি আরো বলেন, ২০১৩ সালের ৯ জুন প্রথমে অর্থঋণ মামলা ও পরে একই বছরের ২৭ নভেম্বর জারি মামলাটি দায়ের করা হয়।