এবার আগেভাগেই কোরবানি পশুর বর্জ্য অপসারণে কর্মপরিকল্পনা তৈরি করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এর অংশ হিসেবে নগরীর ৪১টি ওয়ার্ডকে ৬ জোনে ভাগ করে ছয়জন ওয়ার্ড কাউন্সিলরকে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া কাউন্সিলরগণ নিজ নিজ ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন। সার্বিক তত্ত্বাবধান করবেন বর্জ্য ব্যবস্থাপনা স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর মো. মোবারক আলী।
কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আয়োজিত প্রস্তুতি সভায় এসব তথ্য জানান সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। গতকাল টাইগারপাসস্থ নগর ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। মেয়র বলেন, আগামী ঈদুল আজহার কোরবানির বর্জ্য ৮ থেকে ১০ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে। এ লক্ষ্যে নির্দিষ্ট স্থানে পশু জবাই করা এবং কোরবানির পশুর বর্জ্য চসিক কর্তৃক সরবরাহকৃত পলিব্যাগে ভর্তি করে নির্ধারিত স্থানে রাখার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি। বর্জ্য অপসারণে ৩৪৫টি গাড়িসহ প্রয়োজনীয় যন্ত্রপাতির ব্যবস্থা রাখা হচ্ছে বলেও জানান তিনি।
জোন ভিত্তিক দায়িত্ব পাওয়া কাউন্সিলরগল হচ্ছেন- ১, ২, ৩, ৮, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ১ নম্বর জোনের দায়িত্বে থাকবেন কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু। ৪, ৫, ৬, ৭, ১৭, ১৮, ১৯ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ২ নম্বর জোনের দায়িত্বে থাকবেন কাউন্সিলর এসরারুল হক। ৯, ১০, ১১, ১২, ২৩, ২৪, ২৫ ও ২৭ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ৩ নম্বর জোনের দায়িত্বে থাকবেন কাউন্সিলর মো. নুরুল আমিন। ২০, ২১, ২২, ৩৩, ৩৪ ও ৩৫ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ৪ নম্বর জোনের দায়িত্বে থাকবেন কাউন্সিলর হাজী মো. নূরুল হক। ১৬, ২৮, ২৯, ৩০, ৩১ ও ৩২ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ৫ নম্বর জোনের দায়িত্বে থাকবেন কাউন্সিলর আবদুস সালাম মাসুম। ২৬, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ৬ নম্বর জোনের দায়িত্বে থাকবেন কাউন্সিলর আবদুল বারেক।
চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল আলমের সভাপতিত্বে ও সচিব খালেদ মাহমুদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বর্জ্য ব্যবস্থাপনা স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর মোবারক আলী, শাহেদ ইকবাল বাবু, এসরারুল হক, মো. নুরুল আমিন, হাজী নুরুল হক, আব্দুস সালাম মাসুম, আব্দুল বারেক, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আকবর আলি, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মো. মোর্শেদুল আলম চৌধুরী।












