সরকারি খরচে লোকাল ট্রেনগুলো চলাচল করার মূল উদ্দেশ্য সাধারণ মানুষরা যাতে স্বল্প খরচে সহজে যাতায়াত করতে সক্ষম হয়। চট্টগ্রাম-দোহাজারী রেল সড়কে চলমান একমাত্র লোকাল ট্রেনটি হঠাৎ ইঞ্জিন সংকট ও কালুরঘাট সেতুর অজুহাতে ২০২১ সালের ৫ এপ্রিল বন্ধ হয়ে যায়।
যদিও ডেমু ও তেলের ওয়াগণ চলছে স্বাভাবিক ভাবেই কিন্তু লোকাল ট্রেনটি এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি। দীর্ঘদিন ট্রেন বন্ধ থাকার ফলে ভোগান্তিতে পড়েছে এই রুটে ১২ টি স্টেশন দিয়ে চলাচল করা ১০-১২ হাজার যাত্রী। যেটা ছিলো তাদের একমাত্র অবলম্বন যেটা করে সাধারণ ও অসচ্ছল মানুষদের শহরে গিয়ে কিছু আয় রোজগার করার সুযোগ হতো।
তৈল, ডিজেল এমনকি গ্যাসের দাম বৃদ্ধি করায় বাস এবং অন্যান্য যানবাহনেও অধিক ভাড়া দাবি করে যেটা বহন করা সাধারণ মানুষদের কাছে সম্ভব নয়। নিত্যপণ্যের দাম বৃদ্ধিসহ দেশের অন্যান্য সংকটের কারণে সাধারণ মানুষদের জীবন দুঃসহ হয়ে উঠছে। তাই পরিস্থিতি চরম আকার ধারণ করার পূর্বে চট্টগ্রাম-দোহাজারী রেল সড়কে লোকাল ট্রেনটি পুনরায় চালু করার জন্য রেল মন্ত্রাণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।
মো.আবু তারেক
পটিয়া, চট্টগ্রাম।