সাংবাদিক ফজলে এলাহী জামিনে মুক্ত

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ৮ জুন, ২০২২ at ২:২২ অপরাহ্ণ

দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক এবং জাতীয় অনলাইন নিউজপোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, দৈনিক কালের কণ্ঠ ও এনটিভি-এর রাঙামাটি প্রতিনিধি ফজলে এলাহীর জামিন মঞ্জুর করেছে আদালত।

আজ বুধবার(৮ জুন) দুপুরে রাঙামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা বেগম মুক্তার আদালতে তোলা হলে আদালত আসামির জামিন মঞ্জুর করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোখতার আহমেদ।

তিনি বলেন, “আসামির বিরুদ্ধে যে ধারায় অভিযোগ আনা হয়েছে সেটি জামিনযোগ্য। আদালতে আমরা জামিন আবেদন করেছি। আদালত ১ হাজার টাকা বন্ডে আমার জিন্মায় সাংবাদিক ফজলে এলাহীর জামিন মঞ্জুর করেছে।”

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। আজ বুধবার সকালে আদালতে তোলা হয়।

চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনাল আদালতে করা এই মামলার বাদী জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর কন্যা নাজনীন আনোয়ার।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডের বিস্ফোরণে আরও একজনের মৃত্যু
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় আগুনে পুড়েছে দুই বসতঘর