বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে ৯টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি।
সূত্র জানায়, বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়া এলাকায় পাহাড়ে অস্ত্রধারী সন্ত্রাসীদের আস্তানায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি ৩টি এলজি রাইফেল এবং ৬টি একনলা বন্দুক উদ্ধার করে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি ১১ ব্যাটেলিয়নের কমান্ডার লে. কর্ণেল মো. নাহিদ হোসাইন জানান, বাইশারীতে পাহাড়ের অরণ্যে ঝোপের মধ্যে থেকে লুকানো অবস্থায় ৯টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলো কোনো সন্ত্রাসী গোষ্ঠির। অস্ত্রগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান প্রতিরোধ ও সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবির এ অভিযান অব্যাহত রয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টানটু সাহা বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় সাধার ডায়েরি (জিডি) করে হয়েছে।