কে এই নূপুর শর্মা?

| বুধবার , ৮ জুন, ২০২২ at ১০:৩৯ পূর্বাহ্ণ

ক্ষোভ-বিক্ষোভের মধ্যে পড়ে আলোচনায় এখন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতা নূপুর শর্মা। মহানবী হজরত মুহাম্মদ (স.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দলের মুখপাত্র নূপুর শর্মার সদস্যপদ এরই মধ্যে স্থগিত করেছে বিজেপি। ভারতে গত মাসে স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলে বিতর্কের সময় তিনি মহানবীকে নিয়ে বিতর্কিত এক মন্তব্য করেছিলেন। খবর বিডিনিউজের।

তার সেই বক্তব্যের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে বিশ্বের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো, বিশেষ করে মধ্যপ্রাচ্যে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে। কূটনৈতিকভাবেও বিপাকে পড়ে ভারত সরকার। এর জেরে অবশ্য পরে নিজের বক্তব্য প্রত্যাহার এবং এ নিয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন নূপুর শর্মা।
টুইটারে পোস্ট করা এক বার্তায় তিনি দাবি করেছেন, কোনো সমপ্রদায়ের ধর্মীয় অনুভূতিকে আঘাত করার উদ্দেশে তিনি ওই কথা বলেননি। নূপুর শর্মাকে নিয়ে নানা তথ্য এসেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ও দ্য প্রিন্টে।

কে এই নূপুর শর্মা: মূলত পেশাজীবীদের নিয়ে গড়ে তোলা সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকডইন-এর প্রোফাইলের তথ্যানুযায়ী নূপুর শর্মা পেশায় আইনজীবী এবং হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপির একজন শীর্ষস্থানীয় নেতা। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ২০১১ সালে যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইকনোমিকস (এলএসই) থেকে।

এনডিটিভি জানায়, বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন রাজনীতিতে যুক্ত হন নূপুর। তার লিংকডইন প্রোফাইল বলছে, ২০০৯ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি ভারতের প্রযুক্তি বিষয়ক দূত হিসেবে কাজ করেছেন।

রাজনৈতিক জীবন: অস্ট্রেলিয়া-ইনডিয়া ইয়ুথ ডায়ালগের বরাতে এনডিটিভি জানায়, ২০০৮ সালে দিল্লি ইউনিভার্সিটি স্টুডেন্টস’ ইউনিয়নের (ডিইউএসইউ) সভাপতি নির্বাচিত হওয়ার পর নূপুর শর্মার রাজনীতিতে পথচলার শুরু। এরপর তিনি বিজেপির যুব শাখা ভারতীয় জনতা যুব মোর্চায় (বিজেওয়াইএম) কাজ শুরু করেন। ২০২০ সালে বিজেপির বর্তমান সভাপতি জে পি নাড্ডা দলের জাতীয় মুখপাত্র হিসেবে নূপুর শর্মাকে দায়িত্ব দেন। এই পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগে সমপ্রতি তাকে ভারতীয় রাজনীতিতে একজন উদীয়মান তারকা হিসেবেই দেখা হচ্ছিল।

পূর্ববর্তী নিবন্ধলোকালয়ের শিল্প প্রতিষ্ঠানের তালিকা হচ্ছে : জেলা প্রশাসক
পরবর্তী নিবন্ধপানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু