বর্তমান নেটওয়ার্কিং যুগে নেটওয়ার্ক একটা বিশাল ব্যাপার। যার যত নেটওয়ার্ক বড় তার ব্যাপ্তি, প্রাপ্তি ও তত বড় এবং সহজ। আসি মূল কথায়, সমাজে সব মানুষতো আার ভালো, সৎ সুন্দর মনমানসিকতার নয়। তাহলে কি আমরা সবার সাথে সংযোগ রাখবো? নাকি বেছে বেছে শুধু ভালো নীতিবান মানুষ দেখে মিশবো? আসলে ভালো এবং খারাপ প্রত্যেক মানুষের খুব গভীরে সুপ্ত হয়ে থাকে।
আপনার দেখা খুব ভালো মানুষটাও একদিন এমন একটা অনাকাঙ্ক্ষিত নোংরা কাজ করে বসলো। আবার খারাপ মানুষটাও তাক লাগিয়ে ভালো কাজ করে বসলো। এক্ষেত্রে পরিস্থিতি শব্দটা ওতপ্রোতভাবে জড়িত। পরিস্থিতি ভালো মানুষটিকে হয়ত কোনো অনাকাঙ্ক্ষিত খারাপ কাজ করতে বাধ্য করে। পরিস্থিতি অনুকূলে এলে খারাপ মানুষটিও ভালো হয়ে ওঠে। অভিজ্ঞতা থেকে বলছি মিশতে হলে ভালো খারাপ সবার সাথে মিশতে হবে। ভালোর থেকে ভালোটাতো নিলেন।
খারাপ থেকে তার ভালোটাও লুফে নিলেন। এবং আপনার ভালোটা খারাপের মাঝে ছড়িয়ে দিলেন। তবেই হয়ত এযুগে এসে ‘সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ’ উল্টে সৎ সঙ্গে স্বর্গবাস বটে অসৎ থেকে লুটে নাও তার ভালোটাকে, দেখিয়ে দাও অসৎকে, স্বর্গের পথটা ঠিক কোন দিকে।