রাঙামাটিতে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক গ্রেফতার

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ৭ জুন, ২০২২ at ৯:৫৭ অপরাহ্ণ

পার্বত্য জেলা রাঙামাটির স্থানীয় দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডটকম সম্পাদক এবং জাতীয় অনলাইন নিউজপোর্টাল বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম ও দৈনিক কালের কণ্ঠ-এর রাঙামাটি প্রতিনিধি ফজলে এলাহীকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার(৭ জুন) সন্ধ্যায় তাকে গ্রেফতারি ওয়ারেন্ট দেখিয়ে থানায় নিয়ে আসে রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশ।

ফজলে এলাহীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কবির হোসেন।

থানা সূত্রে জানা গেছে, ফজলে এলাহী’র বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। মামলার প্রসেস মামলার বাদী হচ্ছেন নাজনীন আনোয়ার।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে ছাত্রলীগের সিনিয়র-জুনিয়র সংঘর্ষে আহত ৪, আটক ৩
পরবর্তী নিবন্ধচতুর্থ শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড