বন্দরে কনটেইনার থেকে ধোঁয়ায় আতংক

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৭ জুন, ২০২২ at ৪:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রাম বন্দরের ৭ নম্বর ইয়ার্ডে পুরানো একটি কনটেইনার থেকে ধোঁয়া বের হওয়ার ঘটনায় তীব্র আতংক ছড়িয়ে পড়ে।

আজ মঙ্গলবার(৭ জুন) দুপুর ১২টা নাগাদ কনটেইনারটি থেকে ধোঁয়া বের হতে দেখলে শ্রমিকেরা হুড়োহুড়ি শুরু করে। এই সময় অনেকেই নিরাপদ দূরত্বে সরে যায়। বিষয়টি জানতে পেরে বন্দর কর্তৃপক্ষ পুরনো এই কনটেইনারটি দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।

বন্দর কর্মকর্তারা ওই কনটেইনারে এসিড জাতীয় পদার্থ রয়েছে বলে জানিয়েছেন। ২০১২ সাল থেকে কনটেইনারটি বন্দর জেটিতে পড়ে আছে। এই ধরনের কনটেইনারগুলো আলাদা করে বন্দরের ভেতরে অকশন গোলায় কাস্টমস কর্তৃপক্ষকে নিষ্পত্তির জন্য হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, “অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি। দুপুরে বন্দরের ৭ নম্বর ইয়ার্ডে এক কর্মী পুরনো একটি কনটেইনার থেকে ধোঁয়া উঠতে দেখেন। এরপর আমরা দ্রুত সেটি সরিয়ে ফেলি।”

বন্দরের অভ্যন্তরে স্বাভাবিক কাজকর্ম চলছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধতদন্ত প্রতিবেদনে কারও বিরুদ্ধে অভিযোগ পেলে মামলা : আইজিপি
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে আহতদের পাশে এসএসসি ২০০০ ব্যাচ