সাউদার্ন ইউনিভার্সিটি ল’ এলামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটির ঈদ পুনর্মিলনী নগরীর একটি কনভেনশন সেন্টারে গত ৪ জুন অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন বার কাউন্সিলে নব নির্বাচিত সদস্য অ্যাডভোকেট বদরুল আনোয়ার, ট্রাস্টি বোর্ডের সহ সভাপতি লিয়াকত আলী চৌধুরী, প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, আইন বিভাগের উপদেষ্টা মহিউদ্দিন খালেদ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু মুহাম্মদ হাশেম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম জিয়া উদ্দিন চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিভাগীয় প্রধান মুর্তজা ইসলাম জোহান জেব তারেক, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইফতেখার সাইমুল চৌধুরী, অ্যাডভোকেট মুজিবুল হক, অ্যাডভোকেট এনামুল হক, অ্যাডভোকেট আবদুর রশিদ, এ্যাডভোকেট আশরাফ হোসাইন চৌধুরী রাজ্জাক।
সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মনিরুজ্জামান সুমন।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অ্যাডভোকেট আজিজুল হক, অ্যডভোকেট রোকনুজ্জামান মুন্না ও এডভোকেট ফারজানা।
স্বাগত বক্তব্য রাখেন এলামনাই এসোসিয়েশনের আহবায়ক অ্যাডভোকেট সালাউদ্দিন আলী নুর মিন্টু। বক্তারা বলেন, এধরণের আয়োজন সাবেকদের মিলনমেলায় পরিণত হয়েছে। যার মাধ্যমে সবার সাথে একে অপরের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হয়। প্রেস বিজ্ঞপ্তি।