রাঙ্গুনিয়া শান্তিনিকেতন রামকৃষ্ণ সেবাশ্রমের নবনির্বাচিত পরিচালনা কমিটির অভিষেক ও শপথ গ্রহণানুষ্ঠান গত ৩ জুন আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সকালে প্রাক্তন সহসভাপতি দিলীপ কুমার দের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ সত্যপদ দের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রামকৃষ্ণ মিশনের সহ-সাধারণ সম্পাদক তাপস হোড়, সম্মানিত অতিথি ছিলেন প্রাক্তন সাধারণ সম্পাদক ডা. নির্মল কান্তি দাশ। আরও বক্তব্য দেন, নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি প্রফেসর ড. উজ্জ্বল কুমার দেব ও সাধারণ সম্পাদক সৌমেন চক্রবর্ত্তী। শেষে প্রধান অতিথি নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান। প্রেস বিজ্ঞপ্তি।