ঠান্ডাছড়ি থেকে কেমিকেল কমপ্লেক্স সরিয়ে নেয়ার দাবিতে বিক্ষোভ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৭ জুন, ২০২২ at ১০:৩০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণ হওয়া হাইড্রোজেন পার অক্সাইড হাটহাজারীর যে কারখানায় তৈরি হয়েছে সেই কারখানা বন্ধ করে অন্যত্র সরিয়ে নেয়ার দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। গতকাল সোমবার বিকেলে হাটহাজারীর দক্ষিণ পাহাড়তলীর ঠান্ডাছড়ি এলাকায় বিক্ষোভকারীরা আল-রাজী কেমিকেল কমপ্লেক্স লিমিটেড কারখানাটি বন্ধ করে সরিয়ে নেওয়ার দাবি জানান।

গতকাল বিকেলে আল-রাজী কেমিকেল কমপ্লেক্স কারখানার সামনে বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয়দের বেশ কয়েকজন জানান, এই কারখানাটি যে এলাকায় গড়ে উঠেছে এটির আশেপাশে জনবহুল এলাকা। এই কারখানা থেকে উৎপাদিত অল্প কিছু রাসায়নিক পদার্থ সীতাকুণ্ডে বিস্ফোরিত হয়ে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। আর এখানে (কারখানায়) যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে তাহলে পুরো এলাকা মৃত্যুপুরীতে পরিণত হবে। আমরা কেউ বাঁচতে পারব না। আমরা সুস্থ পরিবেশে বাঁচতে চাই। তাই আমরা কারখানাটি বন্ধের দাবিতে সমবেত হয়েছি।

বিক্ষোভ অংশ নেয়া জাফর আলম, মফিজ ও সৈয়দ নুর জানান, আমরা কারখানার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন কারখানার উৎপাদন বন্ধ রাখবেন।

পূর্ববর্তী নিবন্ধচাম্বলের চেয়ারম্যান মুজিবের বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কাস্টমসে আজ সিএন্ডএফ এজেন্টের পূর্ণ দিবস কর্মবিরতি