দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে আজ সোমবার(৬ জুন) নৌ পুলিশ অভিযান পরিচালনা করেছে।
এ অভিযানে নদীর মোহনা, কচুখাইন ও ছায়ারচর এলাকায় অভিযান পরিচালনা করে ২ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।
হালদা নদীর নৌ পুলিশের অস্থায়ী ক্যাম্পের ইনচার্জ মো. এনামুল হক জানান, আজ সোমবার সকাল থেকে পৌনে ১টা পর্যন্ত হালদা নদীর মোহনা, কচুখাইন ও ছায়ারচর এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে উক্ত এলাকা থেকে সোয়া দুই লাখ টাকা মূল্যের ৫ হাজার মিটার দাবিদারবিহীন অবৈধ জাল জব্দ করা হয়েছে।
জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি। তিনি নদীর মাছ রক্ষা ও মাছের মজুদ বৃদ্ধির লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন।