প্রচলিত ধারার শিক্ষায় নয় বরং আধুনিক এবং যুগোপযুগী শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) সময়ের সঙ্গে চলছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান তৌহিদ সামাদ।
আজ সোমবার(৬ জুন) সকালে নগরের জামালখানের সিআইইউ ক্যাম্পাসের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত বোর্ড অব ট্রাস্টির ১০ম সভায় সভাপতির বক্তব্যে এই কথা বলেন তিনি।
সভায় বিশ্বমানের বাস্তবমুখী সিলেবাসের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে এগিয়ে নিতে তার প্রতিষ্ঠান বদ্ধপরিকর বলে উল্লেখ করেন চেয়ারম্যান তৌহিদ সামাদ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টির সদস্য প্রকৌশলী আলী আহমেদ, এ এইচ এম চৌধুরী, সৈয়দ মাহমুদুল হক, লুৎফে এম আইয়ুব, সাফিয়া গাজী রহমান, দিলরুবা আহমেদ, মো. আমিন হেলালী, মোহাম্মদ খালেদ মাহমুদ, ইসমাঈল দোভাষ, মির্জা সালমান ইস্পাহানি, আমিনুর রেজা খান, সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী, বোর্ড অব ট্রাস্টির সচিব এবং রেজিস্ট্রার আনজুমান বানু লিমা প্রমুখ।