ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি ১৪ জন শঙ্কামুক্ত নন

আজাদী প্রতিবেদন | সোমবার , ৬ জুন, ২০২২ at ১০:৩৯ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলায় কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ ও আহতদের মধ্য থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত মোট ১৪ জনকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করে ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন আজাদীকে বলেন, চট্টগ্রামের বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ১৪ জন রোগীকে ঢাকায় আনা হয়েছে। তারা চিকিৎসাধীন আছেন। যাদের ঢাকায় আনা হয়েছে, তাদের কাউকে এখন পর্যন্ত শঙ্কা মুক্ত বলা যাচ্ছে না।

উল্লেখ্য, বিস্ফোরণে দগ্ধ ও আহতদের প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্য থেকে আশঙ্কাজনক রোগীদের চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে হেলিকপ্টার যোগে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। ঢাকায় নিয়ে যাওয়াদের মধ্যে ফায়ার সার্ভিস কর্মী, পুলিশ ও সাধারণ রোগী রয়েছেন।

রোববার বার্ন ইউনিট থেকে ৫ জনকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান চমেক হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ।
পার্কভিউ হাসপাতাল থেকেও ৫ জনকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম। এর বাইরে আইসিইউতে ২ জনসহ বর্তমানে মোট ১২ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধজেএসসি পরীক্ষা আর হচ্ছে না
পরবর্তী নিবন্ধকন্টেনার ডিপোতে উদ্ধার কাজে সেনাবাহিনী মোতায়েন