সাতকানিয়ায় অনিবন্ধিত দুইটি বেসরকারি ক্লিনিক সিলগালা করা হয়েছে। অপর একটি ক্লিনিককে বন্ধ রাখার জন্য মৌখিকভাবে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুইটি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ রবিবার(৫ জুন) দুপুরে এসব ক্লিনিককে সিলগালা ও জরিমানা করা হয়।
জানা যায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার আলোকে সাতকানিয়ায় অনিবন্ধিত বেসরকারি ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারের কার্যক্রম মনিটরিংয়ের অংশ হিসেবে আজ উপজেলার কেরানীহাট, বাজালিয়া ও কাঞ্চনা এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা।
এসময় সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কে এম আবদুল আল মামুন ও স্যানিটারি ইন্সপেক্টর ছরওয়ার কামাল উপস্থিত ছিলেন।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা জানান, নিবন্ধন ছাড়া ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার পরিচালনা করায় কেরানীহাটে সাজেদা ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টার ও বাজালিয়ায় সেবা ডায়াগনস্টিক সেন্টার ও নরমাল ডেলিভারি হোমকে সিলগালা করে দেয়া হয়েছে।
কাঞ্চনায় একটি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে বন্ধ করার জন্য মৌখিকভাবে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় কেরানীহাটের দুইটি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।