চন্দনাইশে ২ অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ৫ জুন, ২০২২ at ৮:২৭ অপরাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী দু’টি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. ইউসুফ(৩০) নামে ১ জন নিহত ও অপর ৬ জন গুরুতর আহত হয়েছেন।

আজ রবিবার(৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দোহাজারী পৌরসভার দেওয়ানহাট এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, আজ রবিবার সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের দেওয়ানহাট এলাকায় যাত্রীবাহী ২টি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় ৭ জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. ইউছুফকে মৃত ঘোষণা করেন।

নিহত ইউছুফ সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের আমিরখীল গ্রামের নুর আলমের পুত্র।

এ ঘটনায় আহতরা হলেন চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের এজাহার আলীর পুত্র ফেরদাউস আলী (৩৫), দোহাজারী পৌরসভার ফুলতলা এলাকার আরিফের স্ত্রী রোজী আকতার (২৫), চন্দনাইশ মোজাহের পাড়া এলাকার আব্দুল শুক্কুরের পুত্র আবদুল আজিজ (২১), সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের আব্দুল হাফেজের পুত্র আব্দুল লতিফ (৬০), দিল মোহাম্মদের পুত্র মো. রফিক (৩০), কালিয়াইশ বিওসির মোড় এলাকার নাজিম উদ্দিনের পুত্র মো. বাবু (২১)।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দূর্ঘটনা কবলিত অটোরিকশা ২টি আটক করে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মাকসুদ আহম্মদ জানান, দুর্ঘটনার পরপর ঘটনাস্থল থেকে সিএনজিচালিত অটোরিকশা দু’টি জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহতের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধমৃতের সংখ্যা বেড়ে ৪৫
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় অনিবন্ধিত ২ ক্লিনিক সিলগালা