সীতাকুণ্ড ট্র্যাজেডিতে নিহত ৯ ‘ফায়ার ফাইটারের’ ২ জন রাঙামাটির

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ৫ জুন, ২০২২ at ৭:৫৭ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৯ ফায়ার সার্ভিস কর্মীর (ফায়ার ফাইটার) মধ্যে দু’জন রাঙামাটির।

তারা হলেন মিঠু দেওয়ান(৫২) ও নিপন চাকমা(৪৭)। তাদের মধ্যে মিঠু দেওয়ান ফায়ার সার্ভিস কুমিরা শাখা আর নিপন চাকমা সীতাকুণ্ড শাখায় লিডার হিসেবে কর্মরত ছিলেন। মিঠু দেওয়ান রাঙামাটি জেলা শহরের পশ্চিম ট্রাইবেল এলাকার বাসিন্দা ও নিপন চাকমা কলেজ গেইট সুদীপ্তা দেওয়ান পাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

মিঠু দেওয়ানের ছোট ভাই ও নৃত্যশিল্পী টিটু দেওয়ান জানান, বড় ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে পরিবারের পক্ষ থেকে ঘটনাস্থলে যাওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত বড় ভাইয়ের মরদেহ শনাক্ত করা যায়নি।

মিঠু দেওয়ান ও নিপন চাকমার ফায়ার সার্ভিস রাঙামাটি কার্যালয়ের সাবেক এক সহকর্মী জানিয়েছেন, তারা দু’জনই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাঙামাটি কার্যালয়ে কর্মরত ছিলেন।

তবে নিপন চাকমার পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ছাত্র বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
পরবর্তী নিবন্ধবাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত