ওয়েস্ট ইন্ডিজ সফরে মুশফিকুর রহিমের না থাকার ঘাটতি অনুভব করতে পারছেন জেমি সিডন্স। তবে ইয়াসির আলির সম্ভাবনার দিকেও তাকিয়ে আছেন বাংলাদেশের ব্যাটিং কোচ। কদিন আগে শ্রীলংকার বিপক্ষে মিরপুর টেস্টে, এই সিরিজের আগে দক্ষিণ আফ্রিকা সফরের পর বেশির ভাগ ক্রিকেটারদের আত্মবিশ্বাস তলানিতে। এর মধ্যেই ব্যাটারদের সামনে ওয়েস্ট ইন্ডিজের মাঠে সম্ভাব্য গতিময় ও বাউন্সি উইকেটে ক্যারিবিয়ান পেসারদের সামলানোর চ্যালেঞ্জ।
কঠিন এই লড়াইয়ে দল পাচ্ছে না মুশফিকের মতো ফর্মে থাকা অভিজ্ঞ একজনকে। শ্রীলংকার বিপক্ষে সিরিজে দুই টেস্টে দুটি সেঞ্চুরি করা ব্যাটসম্যান ক্যারিবিয়ায় যাচ্ছেন না হজ পালন করার জন্য ছুটি পাওয়ায়। সফরের আগে জেমি সিডন্স আক্ষেপ করলেন বটে মুশফিকের না থাকা নিয়ে, তবে মুদ্রার অপর পিঠ দেখতে নিজের উৎসাহের কথাও তুলে ধরলেন। ‘কোনো সন্দেহ নেই, আমাদের কাজটা আরও কঠিন হবে তাকে ছাড়া।
মুশফিকের জায়গায় হয়তো রাব্বি (ইয়াসির আলি) খেলবে। দক্ষিণ আফ্রিকায় এবং নিউ জিল্যান্ডে টেস্ট ম্যাচে সে ভালোই খেলেছে। সে আরেকটি সুযোগ পাবে। সে কীভাবে সুযোগটা নেয়, দেখতে মুখিয়ে আছি আমি। ভালো ব্যাটসম্যান সে।’ গত মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম ওয়ানডেতে ৪৪ বলে ৫০ রানের ইনিংস খেলে দলের জয়ে ভূমিকা রাখেন ইয়াসির। টেস্টে দুটি ইনিংসে থিতু হয়েও অবশ্য বড় ইনিংস খেলতে পারেননি।