টিআইসিতে হাওয়াইয়ান গিটার বাদন সন্ধ্যা সুরাঞ্জলি সম্পন্ন হয়েছে। অন্তরার ৩৮ বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে অন্তরা হাওয়াইয়ান গিটার শিল্পী গোষ্ঠী, চট্টগ্রাম অনুষ্ঠানের আয়োজন করেন। লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়, কিশোর কুমার ও বাপ্পি লাহিড়ীর গান নিয়ে বাদন সন্ধ্যা উদ্বোধন করেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন।
অন্তরা হাওয়াইয়ান গিটার শিল্পী গোষ্ঠীর সভাপতি ডা. বাবুল কান্তি সেনগুপ্তের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আশীষ কুমার বৈদ্য। শুভেচ্ছা বক্তব্য রাখেন দুলাল কান্তি দে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তার, অধ্যক্ষ তহুরীন সবুর, কুণ্ডেশ্বরী ওষুধালয়ের ব্যবস্থাপনা পরিচালক রাজীব সিন্হা। মঙ্গলদ্বীপ জ্বেলে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সানু দাশগুপ্ত।
এরপর মনোমুগ্ধকর গানের মাধ্যমে হাওয়াইন গিটারে বাজিয়ে শোনান ড. উদিতি দাশ, আশীষ কুমার বৈদ্য, কণিকা বৈষ্ণব, প্রদীপ দাশ পরাগ, বিশুতোষ তালুকদার, ইলিয়াছ ইলু, ডা. বাবুল কান্তি সেনগুপ্ত, দেবাশীষ দত্ত দেবু, শুক্লা আচার্য্য,পার্থ প্রতিম দাশগুপ্ত, তারমিলা উর রহমান, অরূপ তালুকদার, প্রতিমা দাশ, লাকী দাশগুপপ্তা, সাথী দে, মঞ্জুরুল হক মঞ্জু। সঞ্চালনায় ছিলেন, প্রবীর পাল, প্রতিমা দাশ ও সুমী চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।