প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ অডিটোরিয়ামে আইন বিভাগের অনার্স ৪৮ ও ৪৯ তম ব্যাচের নবীন বরণ ও ৩৬ তম ব্যাচের বিদায় অনুষ্ঠান গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা, ট্রেজারার প্রফেসর এ কে এম তফজল হক, প্রক্টর আহমদ রাজীব চৌধুরী ও আইন বিভাগের সহকারী অধ্যাপক অনুপ কুমার বিশ্বাস। আইন বিভাগের চেয়ারম্যান তানজিনা আলম চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি বলেন, তোমরা যখন এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলে, তখন করোনা মহামারী না থাকলেও, পরবর্তীতে তোমাদের অধ্যয়নের দুটি বছর করোনা সংক্রমণের ভেতর দিয়ে গেছে। তখন পুরো বিশ্ব করোনার আতঙ্কে ভয়াবহ অস্থির ছিল।
কিন্তু প্রিমিয়ার ইউনিভার্সিটি তখনও অনলাইনের মাধ্যমে শিক্ষাব্যবস্থা অব্যাহত রেখেছিল। তিনি পদ্মাসেতু সম্পর্কে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সততা ও দৃঢ় নিষ্ঠা ছিল বলে সকল বাধা অতিক্রম করে পদ্মাসেতু নির্মাণ সম্ভব হয়েছে। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। ড. অনুপম সেন বলেন, মানুষের প্রয়োজনে, মানবতার প্রয়োজনে প্রাচীনকাল থেকে নতুন নতুন আইন সৃষ্টি হচ্ছে। আজকের মেরিটাইম ল, সাইবার ল হলো নতুন নতুন আইন। ভবিষ্যতেও নতুন নতুন বিষয়ে নতুন নতুন আইন তৈরি হবে।
সহকারী অধ্যাপক হুমায়রা নওশিন উর্মির সঞ্চালনায় অনুষ্ঠানে উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা বলেন, আজকে একদিকে নবীন শিক্ষার্থীদের জন্য আমি আনন্দিত ও অন্যদিকে বিদায়ী শিক্ষার্থীদের জন্য বেদনাহত। নতুনদের বরণ করা ও পুরনোদের বিদায় দেওয়া নিয়ম। বিদায়ী শিক্ষার্থীরা কর্মজীবনে সফলতা অর্জন করবে ও নবীনরা তাদের অনুসরণ করে এগিয়ে যাবে।
ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে।
প্রক্টর আহমদ রাজীব চৌধুরী নবীন শিক্ষার্থীদের শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান।সহকারী অধ্যাপক অনুপ কুমার বিশ্বাস আইন বিভাগের সাফল্যের ইতিহাস বিস্তারিতভাবে তুলে ধরেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।












