হাটহাজারী পৌরসভার ৯নং মোহাম্মদপুর ওয়ার্ডের আজিজ উল্ল্যা মুন্সির বাড়ির মরহুম আবদুস সবুর প্রকাশ ডুবাই সবুরের ঘরে গতকাল শনিবার ভোর রাতে অগ্নিকাণ্ড ঘটেছে। এই ঘটনায় পক্ষাঘাতগ্রস্ত মোহাম্মদ ফোরকান (৪৫) নামে এক ব্যাক্তি আগুনে দগ্ধ হয়ে মারা গেছে।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ লাখ টাকা হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সংবাদ পেয়ে হাটহাজারী থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, গতকাল শনিবার ভোরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে। ততক্ষণে ঘরের ভিতরে থাকা প্যরালাইসিস আক্রান্ত তিন সন্তানের জনক মোহাম্মদ ফোরকান আগুনে পুড়ে মারা যায়। নিহত ফোরকান নাঙ্গলমোড়া ইউনিয়নের মোহাম্মদ আলীর পুত্র।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহাজাহান ক্ষয়ক্ষতির পরিমান তিন লাখ টাকার মত উল্লেখ করে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।