সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে আগুন নিয়ন্ত্রণে যোগ দিচ্ছে পাশের জেলার ইউনিট

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ৫ জুন, ২০২২ at ৩:৩১ পূর্বাহ্ণ

শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগার পর রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভয়াবহতা বাড়ছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট।

ফায়ার সার্ভিসের কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী ও চাঁদপুরের বিভিন্ন স্টেশনের সহযোগিতা চাওয়া হয়েছে। ইতোমধ্যে লক্ষ্মীপুর, ফেনীর দুই ইউনিট যোগ দিয়েছে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে আনতে আশপাশের কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী ও চাঁদপুরের ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। ইতোমধ্যে লক্ষ্মীপুর, ফেনীর দুইটি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করেছে।

বিএম কনটেইনার ডিপোতে আমদানি ও রফতানির বিভিন্ন মালামালবাহী কনটেইনার আছে বলে জানা গেছে। এখানে রাখা প্রায় ২ শতাধিক কনটেইনারের মধ্যে অনেক কনটেইনারে রাসায়নিক রয়েছে। ফলে কিছুক্ষণ পর পর বিস্ফোরণের ঘটনা ঘটছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাসায়নিকের কনটেইনারে বিস্ফোরণের কারণে দুর্ঘটনাস্থলে প্রবেশ করা যাচ্ছে না। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শাহজাহান শিকদার গণমাধ্যমকে জানান, বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের কাছে আগুন লাগার খবর যায় রাত ৯টা ২৫ মিনিটে। প্রথমে সেখানে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট যায়। এখনও ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। তাদের সঙ্গে পুলিশ ও স্থানীয়রাও সহায়তা করছে।

পূর্ববর্তী নিবন্ধকেঁপে ওঠে ৪ কিলোমিটার এলাকা, ভেঙে পড়ে ঘরের কাচ
পরবর্তী নিবন্ধ৭৮৬