রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম মো. সাফওয়ান(৩)।
সে উপজেলার রাজানগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ঘাগড়াকুল এলাকার কামরুল ইসলামের শিশু সন্তান।
আজ শনিবার(৪ জুন) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।
রাজানগর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদার বলেন, “খেলাচ্ছলে শিশুটি মায়ের অগোচরে ঘরের বাইরে চলে যায়। পরিবারের লোকজন ছেলেটাকে খুঁজে না পেয়ে পুকুর ঘাটে খুঁজতে যায়। শিশুর জুতা পানিতে ভেসে থাকতে দেখে পুকুরে খুঁজলে পানির নিচে সাফওয়ানের নিথর দেহ পাওয়া যায়। পরে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”