নগরীর মেহেদিবাগে র্যাংকস এফসি প্রপার্টিজের নতুন অত্যাধুনিক আবাসন প্রকল্প ফেয়ারফিল্ড নির্মাণের দ্বিপাক্ষিক চুক্তি এবং রেজিস্ট্রার্ড আমমোক্তারনামা সম্পাদিত হয়েছে।
গতকাল শুক্রবার প্রতিষ্ঠানটির আগ্রাবাদস্থ কর্পোরেট হেডকোয়ার্টারে প্রকল্পের ভূমি মালিকদের সাথে আনুষ্ঠানিক এই চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। এই সময় র্যাংকস এফসি প্রপার্টিজের পক্ষে এমডি ফাহিম ফারুক চৌধুরী, সিইও তানভীর শাহরিয়ার রিমন, ডিজিএম শফিউল আলম জুয়েল, এজিএম মোহাম্মদ রায়হান ইসলাম, ভূমি মালিকদের পক্ষে ডা. সাইফুদ্দিন তারেক, হাসান তারেক, হাসান মনসুর, খুরশিদ জাহান, আহমেদ রেজা, দু’জাহান তাবাস্সুম, গাজী শাহ মহিউদ্দিন, জাহানারা বেগম, আনিসুর রহমান, আরিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মেহেদিবাগস্থ শহীদ মির্জা লেনে ১৩.৫ কাঠা জমিতে ১০ তলা ভবনে মোট ২৬টি আধুনিক অ্যাপার্টমেন্ট নির্মাণ করবে র্যাংকস এফসি। রুফটপ লাউঞ্জ, ইকুইপড জিম, ভার্টিক্যাল গার্ডেনসহ পরিপূর্ণ একটি গ্রিন ভবন হিসেবে দাঁড়াবে ফেয়ারফিল্ড নামক এই প্রকল্পটি। এই আবাসন প্রকল্পে ২০০০ থেকে ২৩০০ বর্গফুটের বিক্রয়যোগ্য অ্যাপার্টমেন্ট থাকবে। প্রকল্পটি এ বছরের শেষ নাগাদ শুরু হয়ে মাত্র ৩০ মাসে হস্তান্তর করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।