স্লুইচ গেটটি ১৫ বছর ধরে বিকল

জলাবদ্ধতা, দুর্গন্ধে দুর্ভোগ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ৪ জুন, ২০২২ at ৪:৫০ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার কুরমাই খালের ওপর নির্মিত একটি বিকল স্লুইচ গেট মানুষের গলার কাঁটায় পরিণত হয়েছে। চলমান বৃষ্টিতে ১৫ বছর ধরে বিকল পড়ে থাকা এই স্লুইস গেইটের কারণে দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। দ্রুত এটি সংস্কারের দাবি স্থানীয়দের। স্থানীয় বাসিন্দা মো. সিরাজ জানান, রাঙ্গুনিয়া পৌরসভার রোয়াজারহাট এলাকায় এ স্লুইসগেটটি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গাফিলতির কারণে দীর্ঘদিন ধরে সংস্কার হচ্ছে না। এতে পানি প্রবাহ বন্ধ হয়ে অল্প বৃষ্টিতেই খালের পানি উপচে পড়ে। অন্যদিকে খালে ক্রমাগত বর্জ্য নিক্ষেপের ফলে জমাট পানিতে সৃষ্টি হয়েছে দুর্গন্ধ ও নানা মশামাছি। এতে স্থানীয়দের পাশাপাশি রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকা থেকে রোয়াজারহাটে বাজার করতে আসা জনসাধারণও পড়েন চরম ভোগান্তিতে।

জানা যায়, নির্মাণের পর থেকেই স্লুইসগেটটির কোনো সুফলই পাননি স্থানীয়রা। দিনের পর দিন তদারকির অভাবে এটি একসময় নষ্ট হয়ে যায়। এমনকি স্লুইসগেটটির দুটি ধাপ অন্তত ১৫ বছর ধরে নামানো অবস্থায় রয়েছে। এতে কুরমাই খালে ইছামতী থেকে পানি প্রবেশ করতে পারে না। ফলে খালটি শুকিয়ে গিয়ে আশপাশের মানুষের দখলে চলে যাচ্ছে। অন্যদিকে সামান্য বৃষ্টিতে পানি উপচে এলাকায় প্রবেশ করে। গুমাইবিলের পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোজাম্মেল হক বলেন, স্লুইসগেট সংস্কার না হওয়ায় পানি শুকিয়ে খালের জায়গা দখলে চলে যাচ্ছে। তাই গেটটি সংস্কার ও খালটি দ্রুত খনন করার ব্যাপারে দীর্ঘদিন ধরে পানি উন্নয়ন বোর্ডের কাছে আমরা আবেদন করে আসছি।

পানি উন্নয়ন বোর্ড রাঙামাটির নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা বলেন, কুরমাই খালের স্লুইসগেট সংস্কারসহ এটি খননে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধনিলামে তোলা কার্নেট গাড়ির পরিদর্শন শুরু হচ্ছে কাল
পরবর্তী নিবন্ধখালেদা জিয়া মুক্ত থাকলে ক্ষমতায় থাকতে পারত না আওয়ামী লীগ