জাতীয় স্বাধীনতা পার্টি (জেএসপি) চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার উদ্যোগে দ্রব্যমূল্যের ঊর্ধগতি এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ গত ৩১ মে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় স্বাধীনতা পার্টি কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু। মহানগর শাখার সভাপতি সুজিত সরকারের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম–মহাসচিব দীপক কুমার পালিত। বিশেষ অতিথি ছিলেন রতন কৃষ্ণ ধর, ইঞ্জিনিয়ার সুভাষ গুহ, ইঞ্জিনিয়ার স্বপন কুমার নাথ, সজল মজুমদার, সুজন নাথ হাজারী, আবদুল গফুর, শ্যামল কান্তি দাশ, শ্রাবন্তী শুক্লা, সাইদুর রহমান সায়েদ, পরেশ ত্রিপুরা প্রমুখ। এতে জেএসপি মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ জনগণ নাভিশ্বাস। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বক্তারা সরকারের প্রতি দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।












