মোহাম্মদ আরিফ আলী

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ৩ জুন, ২০২২ at ৫:০০ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া পৌরসভার ১নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফ আলী (২৮) গত বুধবার ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহ…. রাজেউন)। তিনি ১নং ওয়ার্ড মধ্যম নোয়াগাও এলাকার মো. মোস্তফার ছেলে। পরিবারে ৬ ভাই ও ১ বোনের মধ্যে সবার ছোট সন্তান আরিফ। তার স্ত্রী ও ৪০ দিন বয়সী এক কন্যা সন্তান রয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়৷ যুবলীগ নেতা আরিফ আলীর আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেন পৌরসভার প্যানেল মেয়র মো. জালাল উদ্দীনসহ বিভিন্ন স্তরের মানুষ।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে সিভাসুর মেরিন রিসার্চ হ্যাচারির উদ্বোধন কাল
পরবর্তী নিবন্ধফারুক মাস্টার