চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) কক্সবাজারস্থ কোস্টাল বায়োডাইভার্সিটি, মেরিন ফিশারিজ অ্যান্ড ওয়াইল্ডলাইফ রিসার্চ সেন্টারে আগামীকাল শনিবার ‘মেরিন রিসার্চ হ্যাচারি’র উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এমপি।
সিভাসুর কক্সবাজারস্থ গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুুষ্ঠেয় মেরিন রিসার্চ হ্যাচারি’র উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কক্সবাজার–৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক। চিফ পেট্রন হিসেবে উপস্থিত থাকবেন সিভাসুর একুশে পদকপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিভাসুর ফিশারিজ অনুষদের ডিন এবং উক্ত গবেষণা কেন্দ্রের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান।
বঙ্গোপসাগরের নোনা পানি ব্যবহার করে ভেটকি (কোরাল) ও ভেটকির মতো অন্যান্য বাণিজ্যিক গুরুত্বসম্পন্ন সামুদ্রিক মাছের কৃত্রিম প্রজননের স্বপ্ন নিয়ে ‘মেরিন রিসার্চ হ্যাচারি’ স্থাপন করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












