সারাদেশে শতভাগ বিদ্যুৎ নিশ্চিতে মহাপরিকল্পনা বাস্তবায়িত হয়েছে

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালকদের সাথে মতবিনিময়ে হুইপ সামশুল

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ৩ জুন, ২০২২ at ৪:৫৬ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, সারাদেশে শতভাগ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সরকারের উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ স্লোগানে আজ গ্রামের প্রত্যন্ত অঞ্চলে মহাপরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশে বিদ্যুৎ খাতে বিস্ময়কর সাফল্য অর্জিত হয়েছে। এর ধারাবাহিকতা ধরে রাখতে হবে।

তিনি গত মঙ্গলবার চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি১ এর নির্বাহী কমিটি ও পরিচালকদের সাথে মতবিনিময়ে এ কথা বলেন। সমিতির সভাপতি আশরাফ উদ্দিন কাজলের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, সমিতির সাবেক সভাপতি আলমগীর খালেদ, সমিতির সহ সভাপতি মো.খালেদ চৌধুরী বাহাদুর, সচিব হেফাজ উদ্দিন শিকদার টিপু, কোষাধ্যক্ষ ইনসানা নাছরিন, পরিচালক কহিনুর আকতার, সাবেক সচিব ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু প্রমুখ।

পরে হুইপ সামশুল হক চৌধুরী এমপি জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত হওয়ায় চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি১ এর নির্বাহী কমিটির পক্ষ থেকে সংবর্ধিত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধ‘প্রিমিয়ার ক্রিটিকাল পারস্পেক্টিভ’ এর প্রকাশনা উপলক্ষে সভা
পরবর্তী নিবন্ধএশিয়ান এগ্রোর কোরবানির পশু বিক্রয়কেন্দ্র উদ্বোধন