কোক স্টুডিও বাংলা কনসার্টে গাইবেন রক তারকা ফারুক মাহফুজ আনাম জেমস, সঙ্গে থাকবে ওয়ারফেইজ, নেমেসিস ও লালন ব্যান্ড। বাংলাদেশে ফুটবল বিশ্বকাপের ট্রফি ট্যুর উপলক্ষে ৯ জুন ঢাকার আর্মি স্টেডিয়ামে এ কনসার্টের আয়োজন করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। খবর বিডিনিউজের।
কোকা–কোলা বাংলাদেশের এক কর্মকর্তা বিডিনিউজ জানান, জেমস ছাড়াও কোক স্টুডিও বাংলার নিয়মিত শিল্পীদের মধ্যে শায়ান চৌধুরী অর্ণব, অনিমেষ রায়সহ আরও অনেকে গান নিয়ে মঞ্চে উঠবেন। বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত গানের আসর চলবে বলে জানান তিনি, সেই আয়োজনে দর্শকরা বিশ্বকাপ ট্রফি দেখার সুযোগ পাবেন।