চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের আয়োজনে আন্তঃবর্ষ কেমিস্ট্রি প্রিমিয়ার লিগ (সিপিএল) ক্রিকেট টুর্নামেন্ট ১ জুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্ট উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। এতে অন্যান্যের মধ্যে চবি রসায়ন বিভাগের সভাপতি প্রফেসর ড. দেবাশিস পালিত, বিভাগের প্রফেসর ড. মনির উদ্দিন, প্রফেসর ড. তাপসী ঘোষ রায়, সহকারী অধ্যাপক ড. ফণী ভূষণ বিশ্বাস সহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা–কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।