প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ৩ জুন, ২০২২ at ৪:৪৩ পূর্বাহ্ণ

প্রীতি ফুটবল ম্যাচে দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। সিউলে স্বাগতিক দক্ষিণ কোরিয়াকে ৫১ গোলে হারিয়েছে ব্রাজিল। ম্যাচে জোড়া গোল করেছেন নেইমার। একটি করে গোল করেছেন রিশার্লিসন, ফিলিপে কৌতিনিয়ো ও গাব্রিয়েল জেসুস। পোস্ট আর ক্রসবার বাধা হয়ে না দাঁড়ালে ব্যবধান বাড়তে পারত আরও। সবশেষ চার ম্যাচে ১৭ গোল করার পাশে ব্রাজিল হজম করেছে একটি গোল। আগের তিন ম্যাচের প্রতিটিতে তাদের জয় ছিল ৪০ গোলে। খেলার সপ্তম মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। সান্দ্রোর পাস থেকে ফ্র্রেদের জোরাল শট রিশার্লিসনের পায়ে লেগে জালে জড়ায়। ৩১ মিনিটে সমতা ফেরান হোয়াং উইহো। সতীর্থের পাস ধরে জোরাল শটে গোল করেন ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। ৩৮ মিনিটে পেনাল্টি থেকে স্পট কিকে দলকে আবার এগিয়ে নেন নেইমার।

৫৩ মিনিটে আবারো পেনাল্টি পায় ব্রাজিল। এবারো স্পট কিক থেকে গোল করেন নেইমার। ৭৮ মিনিটে নেইমারের বদলি হিসেবে নেমেই জালের দেখা পান কৌতিনিয়ো। ভিনিসিউসের হেড ক্লিয়ার করতে পারেনি স্বাগতিকরা। প্রথম স্পর্শে বল জালে পাঠান কৌতিনিয়ো। ম্যাচের অতিরিক্ত সময়ে ব্রাজিলের পাঁচ নম্বর গোলটি করেন জেসুস। ডান দিক দিয়ে বঙে ঢুকে নিচু শটে গোল করেন জেসুস। আর তাতেই ৫১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। নিজেদের পরের প্রীতি ম্যাচে আগামী সোমবার জাপানের মাঠে খেলবে ব্রাজিল।

পূর্ববর্তী নিবন্ধপাইনিয়র ফুটবল লিগে শিকলবাহা কালারপোল জয়ী
পরবর্তী নিবন্ধবিশ্বকাপের পথে ইউক্রেন