ইউক্রেন ভূখন্ডের ২০% নিয়ন্ত্রণ করছে রাশিয়া

বললেন জেলেনস্কি

| শুক্রবার , ৩ জুন, ২০২২ at ৪:৪২ পূর্বাহ্ণ

রাশিয়া এখন ইউক্রেন ভূখন্ডের প্রায় ২০ শতাংশ নিয়ন্ত্রণ করছে। এই পরিধি বেলজিয়াম, লুঙ্মেবার্গ এবং নেদারল্যান্ডসের সম্মিলিত আয়তনের চেয়েও বেশি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একথা বলেছেন। বৃহস্পতিবার সকালে লুঙ্মেবার্গ পার্লামেন্টের ভাষণে জেলেনস্কি একথা বলেন। তিনি বলেন, মস্কোর হাতে এখন প্রায় ১২৫,০০০ স্কয়ার কিলোমিটার আছে। এর মধ্যে আছেক্রাইমিয়া এবং পূর্ব ইউক্রেনের কিছু অংশ, যেগুলো রাশিয়াপন্থি বাহিনী ২০১৪ সালে দখল করেছিল। খবর বিডিনিউজের।

এসব অঞ্চল মোটামুটিভাবে ইউক্রেনের ভূখন্ডের ৭ শতাংশ। জেলেনস্কি বলেন, সমপ্রতি ১ হাজার স্কয়ার কিলোমিটারের বেশি অঞ্চল যুদ্ধের করাল গ্রাসে চলে গেছে। গত ২৪ ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে প্রায় ১ কোটি ২০ লাখ ইউক্রেনীয় বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আর তাদের ৫০ লাখেরও বেশি জন বিদেশে চলে গেছে, যাদের বেশির ভাগই নারী ও শিশু, বলেন জেলেনস্কি। জেলেনস্কি তার ভাষণে আরও দাবি করেন, যুদ্ধে রাশিয়ার বিপুল সামরিক ক্ষতি হয়েছে। তাদের ৩০ হাজারেরও বেশি সেনা মারা পড়েছে। এই সংখ্যা ১৯৭৯৮৯ সালের আফগান যুদ্ধের সময় নিহত হওয়া মোট সোভিয়েত সেনা এবং ১৯৯৪২০০০ সালের দুটো চেচেন যুদ্ধে হতাহতের সংখ্যার চেয়ে বেশি। তবে রাশিয়া এখন পর্যন্ত ইউক্রেন যুদ্ধে কেবল ১,৩০০ এর কিছু বেশি সেনা নিহতের পরিসংখ্যান দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমুম্বাইয়ে দ্রুত গতিতে বাড়ছে কোভিড রোগী
পরবর্তী নিবন্ধসিংহাসনে আরোহণের ৭০ বছর