পরীক্ষায় ভারতীয় কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীর কোভিড পজিটিভি এসেছে, তারপর থেকে তিনি স্বেচ্ছা আইসোলেশনে আছেন। জ্যেষ্ঠ কংগ্রেস নেতা রনদীপ সিং সূর্যেওয়ালা জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় সোনিয়ার জ্বরসহ অন্যান্য কোভিড উপসর্গ দেখা দিয়েছে। ভারতে বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে রেকর্ড সংখ্যক কোভিড রোগী শনাক্ত হয়েছে, এতে দেশটিতে এক দিনে প্রায় এক মাসের মধ্যে সর্বোচ্চ রোগী পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৩৭১২ জন নতুন রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছে। এটি দেশটিতে প্রায় এক মাসের মধ্যে শনাক্ত হওয়া দৈনিক রোগীর সর্বোচ্চ সংখ্যা। খবর বিডিনিউজের।
এক টুইটে সূর্যেওয়ালা লিখেছেন, কংগ্রেসের সভাপতি শ্রীমতি সোনিয়া গান্ধী গত সপ্তাহজুড়ে নেতা ও কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন, তাদের কারও কারও কোভিড শনাক্ত হয়েছে। গত সন্ধ্যায় কংগ্রেস সভাপতির হালকা জ্বর ও কোভিড উপসর্গ দেখা দেয়। পরীক্ষায় তার কোভিড পজিটিভ আসে। সোনিয়া এখন চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন তিনি।