রেয়াজউদ্দিন বাজার আড়তদার কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি রশিদ আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন পেশ করেন সমিতির সাধারণ সম্পাদক মো. ফারুক শিবলী। বক্তব্য রাখেন মোহাম্মদ তারেক, রুহুল কাদের, মো. হারুন উর রশিদ, কামাল উদ্দিন, নাছির আহাম্মদ, আবু তৈয়ব কালু, মো. ফারুক শিবলী, আজগর হোসেন, আব্বাস হোসেন, মো. মহসিন, আবদুস সামাদ, মো. সেলিম মিন্টু, জাফর আহম্মদ, মো. সাব্বির, আব্বাস উদ্দিন, সুমন পাল চৌধুরী, মো. লোকমান হাকিম, এম সাইফুদ্দিন, আলী আহম্মদ, বিপ্লব পাল চৌধুরী, মো. জাফর আহমদ, ওমর আজম, মো. আসলাম, পনির, রিপন প্রমুখ। বক্তারা বলেন, সমিতির সদস্য ব্যবসায়ীরা কৃষিজাতপণ্য কাঁচা তরি–তরকারি মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে।
আড়তদার ব্যবসায়ীরা নানা সমস্যায় জর্জরিত। তারা ব্যবসায়ীদের বিদ্যমান এসব সমস্যা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।