চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গঠিত প্রকৌশল গুচ্ছের ২০২১–২২ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষ/লেভেল–১ এর সমন্বিত ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৬ আগস্ট একযোগে স্ব–স্ব কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করা যাবে আগামী ৬ জুন সকাল ৯টা থেকে ১৯ জুন বিকাল ৫টা পর্যন্ত। আবেদনকারী অনলাইনে https://www.admissionckruet.ac.bd/ এ লিংকে প্রবেশ করে আবেদন করতে পারবেন। এছাড়া ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনের যোগ্যতা ও অন্যান্য শর্তাবলি উপরোক্ত ওয়েবসাইট হতে জানা যাবে। ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে ৪ই জুলাই।
গতকাল বুধবার দুপুরে চুয়েট, কুয়েট ও রুয়েটের সমন্বিত ভর্তি পরীক্ষা উপলক্ষে গঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও কুয়েটের অধ্যাপক ড. কে.এম. আজহারুল হাসান এবং সদস্য সচিব ও কুয়েটের অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।