হাদায়েক্বে বখশিশ অনুবাদ গ্রন্থের মোড়ক উন্মোচন

| বৃহস্পতিবার , ২ জুন, ২০২২ at ৪:৩৩ পূর্বাহ্ণ

আ’লা হযরত ইমাম আহমদ রেযা খান বেরেলভী (রহ.) রচিত মাওলানা হাফেজ মুহাম্মদ কবি আনিসুজ্জামান অনুদিত হাদায়েক্বে বখশিশের বাংলা কাব্যানুবাদ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান গত ৩১ মে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, হাদায়েক্বে বখশিশ কাল্পনিক বা অতি আবেগি কবিতা গ্রন্থ নয়, কোরআনসুন্নাহর আলোকে প্রিয় নবীর (.) শান মানমর্যাদা ও মহব্বতপূর্ণ এক অসাধারণ বিশ্লেষণ মূলক কাব্যগ্রন্থ এটি। ষোলশহর আলমগীর খানকায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন। অনুষ্ঠান উদ্বোধন করেন আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শায়খুল হাদিস হাফেজ মুহাম্মদ সোলাইমান আনছারী। স্বাগত বক্তব্য দেন, অনুবাদক হাফেজ মুহাম্মদ আনিসুজ্জামান আলকাদেরী। মুহাম্মদ ইদ্রিস কাদেরী এবং হাফেজ আতিকুর রহমানের যৌথ সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, মুফতি সৈয়দ মুহাম্মদ অসিয়র রহমান আলকাদেরী, চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোজাহেদুল ইসলাম চৌধুরী, জামেয়ার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি আব্দুল ওয়াজেদ, আনজুমান রিচার্স সেন্টারের মহাপরিচালক এম এ মান্নান, জামেয়ার উপাধ্যক্ষ মাওলানা ড. আ ত ম লিয়াকত আলী, গাউসিয়া কমিটির কেন্দ্রীয় চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, স উ ম আব্দুস সামাদ, জসিম উদ্দীন আলআযহারী, আবুল আসাদ মুহাম্মদ জোবাইর রজভী, . মুরশেদুল হক, . এম আরিফুর রহমান, আবুল হাশেম শাহ, উপাধ্যক্ষ ড. আব্দুল হালিম কাদেরী, . নাসির উদ্দীন আলকাদেরী, উপাধ্যক্ষ আব্দুল আজিজ আনোয়ারী, ইলিয়াছ আলকাদেরী, হাফেজ ওসমান গণি আলকাদেরী, অধ্যক্ষ ড. সরওয়ার উদ্দীন, আ ন ম আহমদ রেযা, সাইফুদ্দীন আযহারী, সৈয়দ আজিজুর রহমান, মাওলানা ইউনুচ রেজভী, মাওলানা জহুরুল আনোয়ার, মাওলানা মাওলানা হামেদ রেযা নঈমী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ভার্সিটি ইংরেজি বিভাগের ক্রিয়েটিভ প্রজেক্ট প্রদর্শনী
পরবর্তী নিবন্ধকাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে কম খরচে হচ্ছে উৎপাদন