কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে কম খরচে হচ্ছে উৎপাদন

সুবর্ণজয়ন্তী উৎসবে বক্তারা

কাপ্তাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ২ জুন, ২০২২ at ৪:৩৪ পূর্বাহ্ণ

কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশের একমাত্র জল বিদ্যুৎ কেন্দ্র ‘কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র’ (কপাবিকে) বছরে শত কোটি টাকা মুনাফা করছে। খুব কম খরচে বিদ্যুৎ উৎপাদন করছে এই কেন্দ্র। এখানে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ পড়ে মাত্র ৩০ পয়সা।

গত ৩১ মে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সুবর্ণজয়ন্তী উৎসবে বক্তারা এই মন্তব্য করেন। উৎসব উদ্বোধন করেন কপাবিকের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের। বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ কেন্দ্রের উপব্যবস্থাপক প্রকৌশলী কয়সুল বারী ও নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান। উপস্থিত ছিলেন আব্দুল ওহাব, আব্দুল খালেক, বদরুল আলম ও মো. মোশাররফ হোসেন।

প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের বলেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সারা দেশে একযোগে সুবর্ণজয়ন্তী উৎসব পালন করছে। বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদনে অভাবনীয় উন্নয়ন করছে। বিশেষ করে বর্তমান সরকারের আমলে সারা দেশে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেছে। নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে বাংলাদেশে বিদ্যুতের আর ঘাটতি থাকবে না। বর্তমানে বিদ্যুতের যে ঘাটতি রয়েছে তা অচিরেই মিটে যাবে। ‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ এই স্লোগানকে সামনে রেখে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সারা দেশে কাজ করছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধহাদায়েক্বে বখশিশ অনুবাদ গ্রন্থের মোড়ক উন্মোচন
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে