কর্ণফুলী ও হালদা নদীর মোহনায় কচুখাইন এলাকায় নৌপুলিশ অভিযান চালিয়ে ৩ হাজার মিটার ভাসান জাল জব্দ করেছে। অভিযানে জব্দ করা জাল নদীর তীরে পুড়িয়ে দেয়া হয়েছে। গত মঙ্গলবার নৌপুলিশ টহলদল নদীতে নজরদারী করতে গেলে জাল দেখে সেগুলো উঠিয়ে নেয়। তারা বিষয়টি উপজেলা মৎস্য কর্মকর্তা পীযুষ প্রভাকরকে জানান। তার পরামর্শে জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়। নৌ পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনূল ইসলাম ভূইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন হালদায় প্রতিদিন সদরঘাট নৌ থানা ও হালদা পাড়ের নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা স্পীডবোড নিয়ে টহল দিয়ে থাকে। মা মাছ শিকারীর আলামত দেখলেই তারা অভিযান পরিচালনা করে। তিনি জানান জব্দ করা জালের আনুমানিক মূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা। সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান হালদা নদীর মাছ ও ডলফিন রক্ষায় নৌ পুলিশের অভিযান অব্যাহত রাখা হবে।