পুতিন ভয়ানক, কিন্তু তাকে উৎখাতের চেষ্টা করব না : বাইডেন

| বৃহস্পতিবার , ২ জুন, ২০২২ at ৪:২২ পূর্বাহ্ণ

ইউক্রেনে আগ্রাসন চালিয়ে রাশিয়া আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড়ে পড়া এবং কিয়েভে বিদেশি সামরিক সহায়তার ঢেউ শুরু হওয়ার তিনমাস পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন পরিষ্কার করে জানালেন, যুক্তরাষ্ট্র মস্কোয় শাসন ক্ষমতা পরিবর্তন করতে চাইছে না। খবর বিডিনিউজের।

দ্য নিউ ইয়র্ক টাইমস’ পত্রিকার মতামত কলামে এক লেখনীতে বাইডেন বলেছেন, যদিও আমি পুতিনের সঙ্গে একমত নই, আর তার কর্মকাণ্ডও ভয়ানক মনে করি। তারপরও যুক্তরাষ্ট্র মস্কোয় তাকে উৎখাতের চেষ্টা করবে না। যুক্তরাষ্ট্র এবং এর মিত্ররা যতক্ষণ পর্যন্ত আক্রান্ত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা সরাসরি সংঘাতে জড়াব না; ইউক্রেনে যুদ্ধ করতে মার্কিন সেনা পাঠব না কিংবা রুশ বাহিনীকে আক্রমণও করব না। আমরা নেটো জোট এবং রাশিয়ার মধ্যেও সংঘাত চাই না। ইউক্রেনকে সুনির্দিষ্ট কোনো অস্ত্র ব্যবস্থা দেওয়ার বিষয়টি বাইডেন নাকচ না করলেও সেই অস্ত্র ব্যবহারের ব্যাপারে শর্তারোপ করছেন বলেই প্রতীয়মান হয়েছে। কেবল রাশিয়াকে যন্ত্রণায় ফেলতে আমরা যুদ্ধকে দীর্ঘায়িত করতে চাই না, বলেছেন বাইডেন।

বাইডেন লিখেছেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য খুবই সোজাসাপ্টা: আমরা একটি গণতান্ত্রিক, স্বাধীন, সার্বভৌম এবং সমৃদ্ধশালী ইউক্রেন দেখতে চাই। আরও কোনওরকম আগ্রাসন থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখার উপায়ও তাদের হাতে থাকা চাই।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে ভোজ্যতেলের রেকর্ড দাম, লিটার ৬০৫ রুপি
পরবর্তী নিবন্ধইউক্রেনকে অত্যাধুনিক রকেট দেবে যুক্তরাষ্ট্র, বৃহৎ যুদ্ধের শঙ্কা