আনোয়ারা-কর্ণফুলীতে আ. লীগের ৪ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

ইউপি নির্বাচন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২ জুন, ২০২২ at ৪:০৯ পূর্বাহ্ণ

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের আওতাধীন আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় আওয়ামী লীগের ৪ জন নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপির সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যকরী সংসদের সভার সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্য আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হবে।

আগামী ১৫ জুন আনোয়ারা পরৈকোড়া ইউনিয়ন ও কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বহিষ্কারকৃত বিদ্রোহী প্রার্থীরা হলেন, আনোয়ারা পরৈকোড়া ইউনিয়ন উপনির্বাচনে মোহাম্মদ আলী চৌধুরী ও নাজিম উদ্দিন সুজন। কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ সদস্য সাবের আহমেদ ও সাংস্কৃতিক সম্পাদক মার্শল মনির। সভায় আরো সিদ্ধান্ত হয় যে, বিদ্রোহী প্রার্থীর পক্ষে অর্থাৎ নৌকা প্রতীকের বিরুদ্ধে যে সকল নেতা কাজ করছেন বা প্রচারপ্রচারণায় অংশগ্রহণ করছেন তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধওএমএসের চাল-আটা কিনতে নিম্ন আয়ের মানুষের ভিড়
পরবর্তী নিবন্ধসাইকেলে পিকআপের ধাক্কা, যুবকের মৃত্যু