ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রামে (ইউসিটিসি) আজ বুধবার থেকে শুরু হয়েছে অটাম (শরৎকালীন) সেমিস্টারের এডমিশন ফেয়ার। বন্দরনগরীর বহরদ্দারহাটস্থ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগামী ৩০ জুন পর্যন্ত এই ফেয়ার চলবে। বিবিএ, এমবিএ, ইসলামিক স্টাডিজে অনার্স, ইসলামিক স্টাডিজে মাস্টার্স, ইংরেজি অনার্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং,সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং মাস্টার্স অব পাবলিক হেলথ (এম পি এইচ ) প্রোগ্রামে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারবে এই ফেয়ার থেকে। এছাড়াও এতে থাকছে স্পট অ্যাডমিশনের সুবিধা।
ভর্তি ফির উপর থাকবে ৫০% ছাড় ও টিউশন ফির উপর ৬৫% পর্যন্ত বিশেষ স্কলারশিপের সুযোগ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ভিত্তিক মেরিট স্কলারশিপ, ক্রেডিট ট্রান্সফার, ক্যাম্পাস লাইফ স্টাইল, ক্যাম্পাস জব, ক্লাব ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমের নানান তথ্য জানা যাবে এই ফেয়ারে। প্রেস বিজ্ঞপ্তি।