শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রেড ক্রিসেন্টের ট্রেজারার ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালাম। সাক্ষাতে দেশের সার্বিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিজিএমই’র সাবেক প্রথম সহ–সভাপতি আবদুস সালাম রবিবার (২৯ মে) শিক্ষা উপমন্ত্রীর সঙ্গে তাঁর বাসভবনে এই সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিজিএমই’র সাবেক প্রথম সহ–সভাপতি নাছির উদ্দিন চৌধুরী, সাবেক প্রথম সহ–সভাপতি শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর, এশিয়ান গ্রুপের পরিচালক ওয়াসিফ আহমেদ সালাম, বোরহান উদ্দিন সালেহীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।